1. admin@khagracharinews.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:০১ অপরাহ্ন
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:০১ অপরাহ্ন

সাজেকে পাহাড় কেটে সুইমিংপুল নির্মাণ বন্ধের নির্দেশ

খাগড়াছড়ি নিউজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১০৭ বার পঠিত

রাঙ্গামাটি ব্যুরো: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে পাহাড় কেটে নির্মাণাধীন মেঘপল্লী রিসোর্টের সুইমিংপুলের নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পাহাড় কাটা বন্ধে যুগ্ম-সচিবের নিচে নয় এমন একজনকে প্রধান করে মনিটরিং টিম গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। সাজেকে পাহাড় কাটায় স্থানীয় প্রশাসনের অবহেলা আছে কি না তা খতিয়ে দেখে সাতদিনের মধ্যে ওই টিমকে প্রতিবেদন দাখিল করতে বলেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত রিটের বিষয়ে প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (২ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ আদেশ দেন।

রুলে পাহাড় কাটা বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা হবে না, পাহাড় কাটা বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পাহাড়কে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে কেন নির্দেশনা দেওয়া হবে না- তা জানতে চেয়েছে হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে এসব প্রশ্নের উত্তর দিতে হবে পরিবেশ মন্ত্রণালয় ও রাঙ্গামাটির জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টদের।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর