রাঙ্গামাটি ব্যুরো: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে পাহাড় কেটে নির্মাণাধীন মেঘপল্লী রিসোর্টের সুইমিংপুলের নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পাহাড় কাটা বন্ধে যুগ্ম-সচিবের নিচে নয় এমন একজনকে প্রধান করে মনিটরিং টিম গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। সাজেকে পাহাড় কাটায় স্থানীয় প্রশাসনের অবহেলা আছে কি না তা খতিয়ে দেখে সাতদিনের মধ্যে ওই টিমকে প্রতিবেদন দাখিল করতে বলেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত রিটের বিষয়ে প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (২ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ আদেশ দেন।